কোডার্সট্রাস্ট শিক্ষার্থীদের সনদ প্রদান

৫ জানুয়ারি, ২০২০ ১৬:৩৫  
রাজধানী বনানীর মূল ক্যাম্পাসে  " শিক্ষার্থীদের সনদপত্র এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ" করলো আন্তর্জাতিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কোডার্সট্রাস্ট। গত ৫ বছরে সমাজের বিভিন্ন শ্রেণী পাশের মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করার পর গত বৃহস্পতিবার (২জানুয়ারী) এই সম্মাননা দেয়া হয়। রবিবার (৫ জানুয়ারি) কোর্ডর্সট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সচিব এন এম জিয়াউল আলম। এছাড়াও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক ) এর মহাপরিচালক (অতি: সচিব) ডঃ মোঃমফিজুররহমান, কোডার্সট্রাস্ট বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগ্রে : জে: ( অব:) আব্দুলহালিম এবং কেএসবি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কোডার্সট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো : আতাউল গনি ওসমানী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে কোডার্সট্রাস্টের কো-ফাউন্ডার আজিজ আহমদও উপস্থিত ছিলেন।